শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সন্ত্রাসীদের পেছনের শক্তি কারা স্পষ্ট করতে হবে: জামায়াত আমির

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তফসিল ঘোষণার ঠিক পরের দিন একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এবং জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে টার্গেট করে গুলি করার ঘটনা গভীর উদ্বেগের। এ-জাতীয় ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখা যায় না, যাবে না।

অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং এ ঘটনার পেছনের শক্তি কে বা কারা, সেটি জাতির সামনে স্পষ্ট করতে হবে। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত শরিফ ওসমান হাদিকে দেখে বের হয়ে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি দেশবাসীর কাছে হাদির সুস্থতার জন্য দোয়া কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ হাজি মুহাম্মদ এনায়েত উল্লাহ প্রমুখ।

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। আমি এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি এবং দোয়া করি, আল্লাহতাআলা তাঁকে পূর্ণ সুস্থতা দান করুন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add